প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি মাহীর
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব এবং দলটির মুখপাত্র মাহী বি. চৌধুরী। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তফসিল স্থগিত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অহিংস ও রক্তপাতহীন আন্দোলন করার জন্য বিরোধী দলের প্রতিও আহ্বান জানান।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকল্পধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রধারা আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
বিকল্প ছাত্রধারার সভাপতি ইতমাম হাসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রধারার সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, কেন্দ্রীয় নেতা সৈয়দ পিয়াশ আহমেদ, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান রাজিব, মোহাম্মদ আহসানউল্লাহ, জাকারিয়া খান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, গাজী আরিফুর রহমান, মোহাম্মদ সোলেমান হোসেন, মোহাম্মদ রিমন, শাওন খান, মামুন মোল্লা প্রমুখ।
মাহী বি. চৌধুরী বলেন, দেশে যদি কোনো অসাংবিধানিক সরকার আসে তার দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘অহিংস ও রক্তপাতহীন আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।’
(দ্য রিপোর্ট/সাআ/নূরু/এমএআর/ডিসেম্বর ১৭, ২০১৩)