জাবিতে মুক্তিযুদ্ধের কার্টুন চিত্র প্রদর্শনী বুধবার
জাবি প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে মহান স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন কার্টুন চিত্র বুধবার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল ৩টা থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ কার্টুন চিত্র প্রদর্শন করা হবে।
কার্টুনিস্টদের প্রতি কৃতজ্ঞতা জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৃষ্ঠপোষকতায় চারুকলা বিভাগের আয়োজনে ৭১ এর দ্রোহ : কার্টুনে মুক্তিযুদ্ধ শীর্ষক মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কার্টুনের অনুলিপি সম্পর্কে সাধারণ জনতাকে সচেতন করার উদ্দেশ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, Infusion Cultural Club of IBA-JU এর সহযোগিতায় অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ন করবেন শিল্পী এম এম ময়েজউদ্দিন এবং কার্টুনিস্ট তন্ময় শুভ্র। কার্টুন প্রদর্শনীতে বিভিন্ন কার্টুনিস্টের পাশাপাশি যে সকল বরেণ্য ব্যক্তিদের আঁকা কার্টুন প্রদর্শিত হবে তারা হলেন- কামরুল হাসান, রফিকুন্নবী (রনবী) মেহেদী হক, নাসরিন সুলতানা মিতু, সাদাত প্রমুখ।
এ ছাড়া ব্রিটিশ-কানাডীয় বিখ্যাত কার্টুনিস্টদের স্বাধীনতা যুদ্ধের সময় দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কার্টুন এ প্রদর্শনীতে দেখানো হবে।
(দ্য রিপোর্ট/এএস/এসবি/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)