লোকপাল বিল নিয়ে হট্টগোল, বুধবার লোকসভায় উত্থাপন
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজ্যসভায় লোকপাল বিল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। যেকোনো মূল্যে বিলটি পাস না করানোর ঘোষণা দিয়ে ওয়াকআউট করেছে সমাজবাদী পার্টি। তবে বুধবার লোকসভায় বিলটি উত্থাপন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
লোকপাল বিল নিয়ে রাজ্যসভার বিতর্ক টেলিভিশনে দেখছেন গান্ধীবাদী মানবাধিকার কর্মী আন্না হাজারে। ২০১১ সাল থেকে তিনি বিলটি পাসের ব্যাপারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এর আগে মঙ্গলবার রাজ্যসভায় বিলটি উত্থাপনের মুহূর্তে দিনটিকে ‘ঐতিহাসিক’ দিন বলে মন্তব্য করেন দেশটির আইনমন্ত্রী কপিল সিবাল। এ সময় তিনি সকল দলকে সহযোগিতামূলক মনোভাব প্রকাশের আহ্বান জানান।
কপিল বলেন, ‘এখন ইস্যুটিকে নিয়ে রাজনীতি করার সময় নয়।’
প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিলটির প্রতি সমর্থন জানালেও এতে কিছু পরিবর্তন আনা দরকার বলে মত প্রকাশ করেছে। দলটির রাজ্যসভার প্রধান অরুণ জেটলি এ মতামত প্রকাশ করেন।
তিনি বলেন, বিনা নোটিশে অনুসন্ধান ও জব্দের বিষয়টি আরো পরিষ্কার করা দরকার।
তিনি আরো বলেন, তার দল ধর্মভিত্তিক দলগুলোর ব্যাপারে বিলে উল্লেখ থাকা কিছু বিষয়েও আপত্তি জানাচ্ছে। সেগুলো দেশের সংবিধান বিরোধী।
সিপিএম নেতা সীতারাম যাচুরি বিলটিকে স্বাগতম জানান।
তবে বিলটির কঠোর বিরোধিতা করেছে সমাজবাদী পার্টি।
দলটির রাজ্যসভা প্রধান রামগোপাল যাদব বলেন, ‘বিলটি জনগণের মতামত নয়। এই বিলের ফলে যেকোনো লোক অভিযোগ দায়ের করতে পারবে এবং আমাদের পুলিশের কাছে গিয়ে জবানবন্দি দিতে হবে। এর ফলে আইনপ্রণেতারা যেকোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগবে।’
সংসদীয় বিষয়ক মন্ত্রী কামাল নাথ জানান, বিলটি বুধবারের লোকসভায় উঠানো হবে।
এর আগেও ২০১১ সালের ডিসেম্বরে বিলটি রাজ্যসভায় উঠেছিল। তখনও রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় তা বাতিল হয়ে যায়।
(দ্য রিপোর্ট/এসকে/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)