ববির জেপিআরএসডব্লিউ কার্যক্রম স্থগিত
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টি রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি উইংয়ের (জেপিআরএসডব্লিউ) কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত উইংয়ের প্রধান ববি হাজ্জাজ তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান।
ববি হাজ্জাজ বলেন, জেপিআরএসডব্লিউ সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাদার একটি গবেষণা এবং কৌশল নির্ধারণী সংস্থা। জাতীয় পার্টি ও চেয়ারম্যান এর সামনে সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন গবেষণা প্রতিবেদন উপস্থাপন এবং সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরাটাই ছিল এর একমাত্র কাজ।
প্রসঙ্গত: ১৪ ডিসেম্বর এরশাদের পক্ষে তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছিলেন ববি। এরপর থেকেই তাকে কয়েকদফা র্যাব আটক করে। সর্বশেষ ববি সোমবার রাতে দেশের বাইরে চলে যান। তবে হঠাৎ করেই ববির দেশের বাইরে চলে যাওয়া নিয়ে জাপায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জাপা নেতাদের দাবি, সরকার চাপ প্রয়োগ করে ববি হাজ্জাজকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে।
(দ্য রিপোর্ট/এসএ/এসবি/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)