দ্য রিপোর্ট প্রতিবেদক : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে অস্ত্র ফেরত চাইলেন মুক্তিযোদ্ধারা। রাজধানীর গুলিস্তান কমপ্লেক্স ভবনের ১০ম তলায় মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের জাতীয় কমিটির সভায় মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন জালাল প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, রাজাকার-আলবদরদের দোসর জামায়াত-শিবিরের নাশকতা প্রতিরোধে আমাদের হাতে আবারো অস্ত্র তুলে দিন।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে যেসব সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি।

সাবেক শিক্ষাসচিব মুক্তিযোদ্ধা মো. কায়কোবাদ বলেন, আমরা যারা শহরে আছি, তারা নিরাপদে আছি। কিন্তু গ্রামের মুক্তিযোদ্ধারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাই মুক্তিযোদ্ধারা যাতে নিরাপদে থাকেন সে ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মুজিবর রহমান বলেন, তিন মাসের মধ্যে জামায়াত-শিবির নির্মূল করার জন্য আমাদের মাঠে নামিয়ে দিন।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য যেভাবে আজ মুক্তিযোদ্ধাদের একত্র করা হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তানদেরও ঠিক সেভাবেই একত্র করার জন্য আহ্বান জানান আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি সাজ্জাদ হোসেন।

নৌ-পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে জাতীয় কমিটির সভায় বক্তব্য দেন বাসস’র ম্যানেজিং ডিরেক্টর ড. আজিজুল ইসলাম ভূইয়া, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব মেজর (অব.) ওয়াকার হাসান বীরপ্রতীক, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সদস্য সচিব মো. খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা ফকির শেখ জিয়াউদ্দিন, নুরুল ইসলাম, অধ্যাপক ড. শাহজাহান কামাল, কমান্ডার মোশাররফ হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/সাদি/ডিসেম্বর ১৭, ২০১৩)