যশোরে বিজিবি চোরাকারবারী সংঘর্ষ, লাঠিচার্জ গুলিবর্ষণ
যশোর সংবাদদাতা : যশোর রেলস্টেশনে চোরাকারবারী ও বিজির মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বিজিবি লাঠিচার্জ ও ১৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
যশোর-২৬ বিজিবি জানায়, যশোর রেলস্টেশন মসজিদ সংলগ্ন মাসুদের গোডাউনে বিজিবি সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালামের নেতৃত্বে বিকেল পৌনে চারটার দিকে অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম জানান, জব্দ করা মালামাল গাড়িতে উঠানোর সময় চোরাকারবারীরা ফোর্সের ওপর হামলা চালায়। তাদের ইট-পাটকেলে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আত্মরক্ষার্থে লাঠিচার্জ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ রাউন্ড ফাঁকা গুলি করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে ভারতীয় বিস্কুট ও চা পাতা রয়েছে বলে জানান তিনি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান, বিজিবি’র পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ফলে তারা অগ্রিম কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/এসবি/সাদি/ডিসেম্বর ১৭, ২০১৩)