রাজধানীতে বিএনপি নেতা নিখোঁজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এহসানুল কবিরকে র্যাব সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
তার স্ত্রী নাসরিন বেগম জানান, সোমবার রাত সাড়ে ১২টায় র্যাবের পোশাক পরা সদস্যরা তাদের বারিধারার বাসায় প্রবেশ করে। এ সময় তারা তার স্বামীকে তুলে নিয়ে যায়। সঙ্গে র্যাব সদস্যরা তার স্বামীর মোবাইল টেলিফোনটাও নিয়ে গেছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আমি তাদের জিজ্ঞাসা করি, আপনারা তাকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন তারা বলেছেন, র্যাব-১ নিয়ে যাচ্ছি।’
নাসরিন বেগম জানান, স্বামীর কোন সন্ধান না পেয়ে গুলশান থানায় জিডি করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি।
এহসানুল কবির দীর্ঘদিন বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছাড়াও সহ-দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ৯৬ সালের পর তিনি খালেদা জিয়ার প্রেস সচিবের দায়িত্বও পালন করেন। ১/১১’র কয়েক বছর আগ থেকে তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন। তার বাসা বারিধারার ১ নম্বর সড়কে।
(দ্য রিপোর্ট/এনইউডি/এসবি/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)