আমদানির তালিকায় দশ হাজার গরু
দ্য রিপোর্ট ডেস্ক : দেশে দুধের চাহিদা মেটাতে ভারত থেকে দশ হাজার গরু আমদানি করতে যাচ্ছে নেপাল। দেশটির বাণিজ্য সচিব মাধব প্রসাদ রেগমি মঙ্গলবার এ কথা জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রেগমি জানান, তিনি আগামী ২১ ডিসেম্বর কাঠমুণ্ডুতে আন্তঃসরকার বৈঠকে ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।
তিনি বলেন, ‘নেপালে বর্তমানে প্রতিদিন পাঁচ লাখ লিটার দুধের ঘাটতি রয়েছে। এ সমস্যার কথা উল্লেখ করে আমরা ভারতকে এ বিষয়ে সহযোগিতা করতে অনুরোধ করব।’
সরকারি ও বেসরকারিভাবে গরু আমদানি করা হবে বলেও তিনি জানান।
এছাড়া নেপাল থেকে ভারতে খাদ্য রফতানির বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন রেগমি।
(দ্য রিপোর্ট/এসকে/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)