দ্য রিপোর্ট ডেস্ক : ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিউ রবার্টসন সিরিয়ায় আব্বাস খান নামের একজন ব্রিটিশ ডাক্তারের মৃত্যুর ঘটনাকে ‘চরম সন্দেহজন’ হিসেবে অভিহিত করেছেন। সিরিয়ার আলোপ্পোতে একটি কারাগারে বন্দি অবস্থায় ওই ডাক্তারে মৃত্যুর পর রবার্টসন এই মন্তব্য করলেন। খবর বিবিসির।

হিউ রবার্টসন বলেন, এটা দেখে মনে হচ্ছে সিরিয়ার সরকারের হাতে বন্দি থাকা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে।

তবে তিনি জানিয়েছেন, ডাক্তার আব্বাসের কী হয়েছিল সেটি জানার জন্য তারা ‘জরুরি ব্যাখ্যা’ চেয়েছেন।

রবার্টসন বলেছেন, আমরা এখনও নিশ্চিত করে জানি না যে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে এটা ঠিক যে তিনি মানবিক সহায়তার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন এবং দেশটির কর্তৃপক্ষের হাতে আটক হয়েছিলেন। আর কারাগারে বন্দি অবস্থায় তার মৃত্যু হয়েছে যা চরম সন্দেহের সৃষ্টি করে।

এদিকে সিরিয়া সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, আব্বাস আত্মহত্যা করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, আব্বাসকে এ সপ্তাহে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে ‘শীর্ষ কর্তৃপক্ষ’ সম্পৃক্ত রয়েছে।

এর আগে ডাক্তার আব্বাসের পরিবার জানিয়েছিল তাকে শুক্রবার মুক্তি দেওয়া হবে। কিন্তু তার ভাই আফরোজ সোমবার জানায়, তার মা দামেস্কে আব্বাসকে দেখতে গিয়ে দেখেন সে মারা গেছে।

৩২ বছর বয়সী এই অর্থোপেডিক সার্জন আব্বাস খান দক্ষিণ লন্ডনের বাসিন্দা ছিলেন। তিনি গত বছর বেসামরিক ব্যক্তিদের মানবিক সাহায্যের জন্য সিরিয়ার আলোপ্পো শহরে পৌঁছান। এ সময় সিরিয়ার সরকার তাকে আটক করে।

(দ্য রিপোর্ট/আদসি/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)