দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানের কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, তারা দেশটির দশজন শীর্ষ রাজনীতিককে আটক করেছে। তারা জানিয়েছে, একটি ‘ব্যর্থ ক্যু’র অভিযোগে দেশটির সাবেক ভাইস-প্রেসিডেন্টকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। খবর বিবিসি ও রয়টার্সের।

তবে এ ঘটনায় আটক রাজনীতিকদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী কোস্টি মানিবে।

দেশটির প্রেসিডেন্ট সালভা কির সোমবার এক টেলিভিশন ভাষণে বলেন, সাবেক ভাইস-প্রেসিডেন্ট রিয়েক মাকার বিশ্বস্ত বাহিনী একটি সেনা স্থাপনায় হামলা চালায়। তিনি অভিযোগ করেন ক্ষমতা দখলের উদ্দেশ্যে তারা এই হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট কির বলেন, রবিবার রাতে ক্ষমতাসীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট পার্টির একটি বৈঠকে সেনা পোষাক পরিহিত ব্যক্তিরা গুলি ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়।

তবে উভয়পক্ষের মধ্যে সহিংসতা সোমবার পর্যন্ত চলে এবং এক পর্যায় সরকার পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছে বলে ঘোষণা দেয়।

কিন্তু মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদসহ রাজধানী বিভিন্ন স্থানে নতুন করে গোলাগুলি শুরু হয়। এ ঘটনার পরপরই সেখানে রাতে কারফিউ জারি করা হয়েছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি থেকে তাদের সব নাগরিকদের চলে যেতে বলেছে।

অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, সহিংসতা থেকে রক্ষা পেতে প্রায় তের হাজার নাগরিক রাজধানী জুবায় জাতিসংঘের অফিসে আশ্রয় প্রার্থনা করেছে।

দেশটির হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দিনের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৬০ জনের বেশি সদস্য নিহত হয়েছে।

(দ্য রিপোর্ট/আদসি/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)