দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের একটি আদালত মঙ্গলবার মার্কিন এক পর্যটককে ধর্ষণের দায়ে তিন নেপালি ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা জুন মাসে মার্কিন ওই পর্যটককে গণধর্ষণ করে। খবর দ্য ডনের।

স্থানীয় পুলিশ এক বিবৃতি জানিয়েছে, হিমাচল প্রদেশের একজন জেলা জজ বিচার শেষে ওই ব্যক্তিদের এই সাজা ঘোষণা করেন। ওই ধর্ষণের ঘটনার ছয় মাস পর আদালত এই রায় দিল।

মার্কিন ওই পর্যটক জুন মাসে মানালিতে তার হোটেলে যাওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তিদের গাড়িতে লিফট নেন। কিন্তু ওই তিন ব্যক্তি তাকে একটি নির্জন স্থানে নিয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে ধর্ষণ করে।

পরে ধর্ষণের শিকার পর্যটকের দেওয়া বর্ণনার ভিত্তিতে ধর্ষণকারীদের আটক করে পুলিশ।

এ বছর ভারতে বিদেশি পর্যটকদেরকে ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। জুলাইয়ের শেষ দিকে একজন সুইস নারীকে ধর্ষণের ঘটনায় মধ্য প্রদেশের একটি আদালত ছয় ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

(দ্য রিপোর্ট/আদসি/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)