তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
দ্য রিপোর্ট ডেস্ক : তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাজধানী আঙ্কারার শহরতলীতে এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার এস-৭০ সিকরোস্কাই নামের ওই হেলিকপ্টারটি পরীক্ষামূলক উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ বেঁচে আছে কিনা তারা সে বিষয়ে কিছু জানায় নি।
তারা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে দুঘর্টনার কারণ জানা যায় নি এবং এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে একটি মাঠের উপর বিধ্বস্ত হেলিকপ্টারটি পড়ে আছে।
(দ্য রিপোর্ট/আদসি/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)