নতুন বছরের শুরুতেই মাইক্রোসফটের সিইও নিয়োগ
দ্য রিপোর্ট ডেস্ক : আগামী বছরের শুরুতেই তথ্য-প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশনের সিইও নিয়োগ করা হবে। গত আগস্টে স্টিভ ব্যালমার অবসরের ঘোষণা দেওয়ার চারমাসের মাথায় নতুন সিইও নিয়োগের ঘোষণা এলো।
মঙ্গলবার নিয়োগ কমিটির চেয়ারম্যান জন থম্পসন কোম্পানির ব্লগে এই সিদ্ধান্তের কথা জানান। চার সদস্যের ওই নিয়োগ কমিটিতে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
একটি সূত্র রয়টার্সকে জানায়, সম্ভাব্য সিইও’র তালিকায় ফোর্ড মোটরের সিইউ অ্যালান মুলালিও আছেন।
তবে থম্পসন জানান, আমরা সম্ভাব্য ১০০ প্রার্থীর তালিকা তৈরি করেছি। এর মধ্যে কয়েক ডজনের সঙ্গে কথাও বলেছি এবং শেষ পর্যন্ত ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকাও তৈরি করেছি।
(দ্য রিপোর্ট/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)