মানিকছড়ি থানায় আগুন, ব্যাপক ক্ষতি
খাগড়াছড়ি সংবাদদাতা : আগুনে খাগড়াছড়ির মানিকছড়ি থানার অস্ত্রাগার, মালখানা ও পুলিশ ব্যারাকসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সবকিছু পুড়ে গেছে।
সকাল পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত। স্থানীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পর।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নুল আবেদীন আগুনের সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র ও গোলাবারুদ সবই পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি।
(দ্য রিপোর্ট/এইচএমএফ/এএস/ডিসেম্বর ১৮, ২০১৩)