যুক্তরাষ্ট্রে মেডিকেল সেন্টারে গোলাগুলি, নিহত ২
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি মেডিকেল সেন্টারে বন্দুকধারীর গুলিতে একব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। খবর বিবিসির।
রেনো শহরের রিনাউন মেডিকেল সেন্টারের ‘সেন্টার ফর অ্যাডভ্যান্স মেডিসিন’ এ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।
ওই বন্দুকধারী মেডিকেল সেন্টারের প্রতিটি কক্ষে তল্লাশি চালান বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে বন্দুকধারী ও হতাহতের পরিচয় পাওয়া যায়নি। কর্তৃপক্ষ এ ঘটনার কারণও প্রকাশ করেনি।
তবে আহতদের মধ্যে একজন নারী চিকিৎসক আছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে নেভাদা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি।
এই গোলাগুলির সঙ্গে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত ছিল না বলে জানিয়েছে রেনো পুলিশের উপ-প্রধান টম রবিনসন।
এদিকে ওই মেডিকেল সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ১৮, ২০১৩)