দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর জেলায় ছাত্রশিবিরের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শাখার সভাপতি মতিউর রহমানকে গ্রেফতার, নির্যাতন ও জেলহাজতে পাঠানোর প্রতিবাদে বুধবার এ হরতালের ডাক দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে রিকশা, ভ্যান, সাইকেল, ইজিবাইক ছাড়া সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ছাত্রশিবিরের দিনাজপুর শহর, দিনাজপুর জেলা উত্তর ও জেলা দক্ষিণের নেতারা এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন বলে জানিয়েছেন শহর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সোহেল রানা।

উল্লেখ্য, শনিবার রাতে মতিউর রহমানকে দিনাজপুর উপশহর ৮ নম্বর এলাকার একটি বাড়ি থেকে আটক করে ডিবি পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএ/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ১৮, ২০১৩)