ডিএসই-অর্থমন্ত্রী বৈঠক
অন্তর্বর্তীকালীন সরকারই ‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইন’ চূড়ান্ত করবে-মুহিত
দ্য রিপোর্ট প্রতিবেদক: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই ‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইন’ চূড়ান্ত করবে এবং আগামী সংসদেই এটি সরাসরি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা জানান অর্থমন্ত্রী।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সময় স্বীকার করি, আবার অস্বীকারও করি যে, আমাদের কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন এতোটা শক্তিশালী নয়। এখানে কিছুটা সমস্যা আছে। এজন্য ‘ফিনান্সিয়াল রিপোর্টিং আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা সরকার অনুমোদনও করেছে।’
তিনি বলেন, ‘এখন চার্টার্ড অ্যাকাউন্টেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এটা নিয়ে কিছু আলোচনা চলছে। এছাড়া কস্ট ম্যানেজমেন্ট নিয়েও আলোচনা হয়েছে এবং আপনারা এটা সমর্থন করছেন, সুতরাং এটা বাস্তবায়নে কোনো সমস্যা হবে না।’
বৈঠকে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক (ডিমিউচ্যুয়ালাইজেশন) হওয়ার পর পাঁচ বছর কর অবকাশ সুবিধা চেয়েছে ডিএসই। এছাড়া শেয়ার লেনদেন দ্রুত নিষ্পত্তির জন্য ক্লিয়ারিং কোম্পানি গঠনের দাবি জানানো হয়েছে ডিএসইর পক্ষ থেকে।
ডিএসইর দাবির সঙ্গে একমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, ‘এখনতো নির্বাচনকালীন সরকার, এ সরকার প্রস্তাব দু’টি নিয়ে কাজ করতে পারে। কিন্তু সিদ্ধান্ত নিবে পরবর্তী নির্বাচিত সরকার।’
বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসইর প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু, জ্যেষ্ঠ সহসভাপতি মো.শাহজাহান, সহসভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।
(দ্য রিপোর্ট/এসআর/এইচকে/ডিসেম্বর ১৮, ২০১৩)