বিশ্বজিৎ হত্যা মামলা
আসামিরা আদালতে, রায় পাঠ শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক : বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আসামিদের আদালতে হাজির করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক রায় পাঠ শুরু করেছেন।
এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ৪ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক আজ বুধবার রায়ের এই দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, আমরা ১৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ ভিডিও ফুটেজের মাধ্যমে আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এ কারণে রাষ্ট্রপক্ষ আদালতে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জানান, এই মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যার যে অভিযোগ আনা হয়েছে তার প্রত্যক্ষ কোনো সাক্ষ্য-প্রমাণ রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থাপন করতে পারেনি। এ কারণে তারা মনে করে, আসামিরা খালাস পাবেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
হত্যার ঘটনায় ওই রাতে সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ। পরদিন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজ দেখে হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেয় কর্তৃপক্ষকে।
তদন্ত শেষে চলতি বছরের ৫ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। এই আসামিদের মধ্যে আটজন- রফিকুল ইসলাম, এস এম কিবরিয়া, এমদাদুল হক, সাইফুল ইসলাম মাহফুজুর রহমান, রাশেদুজ্জামান, কাইয়ুম মিয়া ও গোলাম মোস্তফা কারাগারে আটক আছেন।
বাকি ১৩ আসামি রাজন তালুকদার, ইউনুস আলী, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, মীর মো. নূরে আলম, আজিজুল হক, তারেক বিন জোহর, আলাউদ্দিনআল আমিন শেখ, মনিরুল হক, কামরুল হাসান ও মোশাররফ হোসেন পলাতক রয়েছেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষ বিশ্বজিতের বাবাসহ ৩২ জনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে। উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ গত ২৭ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে।
(দ্য রিপোর্ট/জেএ/জেএম/ এমডি/ডিসেম্বর ১৮, ২০১৩)