দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশসহ তিনজন নিহত ও ১৪ জন আহত। খবর ডন নিউজের।

নুর খান বিমানবন্দরের কাছে ইমামবারগাহ এলাকার গ্রেসি লেনে মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ সেখানে এক সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করে তাকে থামাতে গেলে হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়।

প্রাদেশিক হাপাতালের প্রধান আসিফ কাদের মীর জানান, আহতদের বেনজির ভুট্টো হাসপাতাল ও জেলা সদর দফতর হাসপাতালে নেয়া হয়েছে।

অনেক দূর থেকে এ বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। পুলিশ ও সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। ওই এলাকার যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/রতিফ/ ডিসেম্বর ১৮, ২০১৩)