বিশ্বজিৎ হত্যা মামলায় ন্যায়বিচার পেয়েছি : উত্তম
দ্য রিপোর্ট প্রতিবেদক : ন্যায়বিচার পেয়েছি বলে জানান বিশ্বজিতের বড় ভাই উত্তম কুমার দাস। বুধবার দুপুরে বিশ্বজিতের ফাঁসির রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উত্তম বলেন, ‘৮ জনের ফাঁসি ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের মধ্য দিয়ে ন্যায়বিচার পেয়েছি। পলাতক সকল আসামিদেরও যেন দ্রুত গ্রেফতার করা হয়। আসামিদের রায় দ্রুত কার্যকর এবং উচ্চ আদালতেও এ রায় বহাল রাখার কথা বলেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তাই আদালত এ রায় দিয়েছে। এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। ন্যায়বিচারের আশা ছিল। আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। এখন শুধু পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে।’
তিনি বলেন, ‘আসামিদের সকলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী। এ মামলার সুষ্ঠু বিচারের জন্য গণমাধ্যমের অনেক অবদান রয়েছে। গণমাধ্যমের ফুটেজ ও ছবিগুলো প্রমাণ হিসেবে আমরা আদালতে উপস্থাপন করি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আশাকরি পলাতকদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।’
রফিকুল ইসলাম বলেন, ‘যারা ভিডিও ফুটেজ ও ছবিতে সরাসরি হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেছে তাদের ফাঁসির রায় দেয়া হয়েছে। যারা পাশে সহযোগিতা করেছে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এ রায় আরো আগে দেয়া যেত। কিন্তু আসামিপক্ষ রায় বিলম্ব করার জন্য সময় নষ্ট করেছে।
এদিকে, সুষ্ঠু বিচার হয়নি এবং ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নাজমুল হুদা।
এ সময় উত্তম কুমারের সঙ্গে তার চাচাতো ভাই রবিন দাস আদালতে উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এসআর/এমসি/এমডি/লতিফ/ডিসেম্বর ১৮, ২০১৩)