দ্য রিপোর্ট প্রতিবেদক: একটানা চতুর্থ দিনের মতো দর পতন হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। বুধবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একই প্রবণতা অব্যাহত থাকে। এরপর উত্থান পতন লক্ষ্য করা যায়। তবে দুপুর একটার পর বাজার নিম্নমুখী হয় এবং একই প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়।

দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার টাকা।

মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৭০ পয়েন্টে অবস্থান করে। এদিন ডিএসইতে লেনদেন হয় ৫৯৩ কোটি ৭২ লাখ ১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বুধবার ডিএসইতে লেনদেন কমেছে ১১১ কোটি ৪ লাখ ৮৬ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক দিনশেষে ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮ কোটি ১৩ লাখ টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেন হয় ৭৩ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ বুধবার সিএসইতে লেনদেন কমেছে ১৫ কোটি ৭৩ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)