দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে আতঙ্কে ভুগছেন চলচ্চিত্র ব্যবসায়ীরা। ঈদের আগে অনেকে রাজনৈতিক অস্থিরতার আশংকায় ছবি মুক্তি দিয়েছেন। সামনের দিনগুলোতে কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

জানা গেছে, অনেক নির্মাতা এই পরিস্থিতিতে ছবি মুক্তি দিতে চাচ্ছেন না। অনেকেই ছবি মুক্তির সম্ভাব্য তারিখ বলছেন ২০১৪ সালের জানুয়ারীর পর।

এদিকে পরিস্থিতি যতই সংঘাতের দিকে যাবে, দর্শক ততটাই হলবিমুখ হবে। এতে করে প্রযোজক-প্রদর্শক উভয়েই ক্ষতিগ্রস্ত হবেন। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হবে পুরো চলচ্চিত্র শিল্প। সামনে কি হতে যাচ্ছে, কোন পথে চলেছে দেশ, রাজনৈতিক পরিস্থিতির শেষ পরিণতি কি- এসব নিয়ে সব ব্যবসায়ীর মতো চলচ্চিত্র ব্যবসায়ীরাও আতঙ্কিত।

এ প্রসঙ্গে প্রেক্ষাগৃহ মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির মহাসচিব মিঞা আলাউদ্দিন বলেন, রাজনৈতিক অস্থিরতা, হরতাল, ধর্মঘট- এগুলো সব সময়েই চলচ্চিত্র ব্যবসায় বিরূপ প্রভাব সৃষ্টি করে। এখন তো আরও বেশি পড়বে। রাতের শোতে দর্শক প্রেক্ষাগৃহে একেবারেই যায় না। মহিলা দর্শক ঘর থেকে বের হন না। এখন তো আরও হবেন না। নতুন কোনো ছবিও মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে না। ফলে চলচ্চিত্র ব্যবসাকে কঠিন একটা সময় পার করতে হবে।

তিনি আরো বলেন, শুধু চলচ্চিত্রই নয় দেশের স্বার্থে এই অস্থিরতা দূর হওয়া প্রয়োজন।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ২৫, ২০১৩)