দ্য রির্পোট প্রতিবেদক : রাজধানীতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির পরিপ্রেক্ষিতে দক্ষতা বৃদ্ধির রোডম্যাপ তৈরি করেছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে বুধবার রাজধানীর আগারগাঁও এ সংস্থাটির ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত হয় কর্মশালা। এতে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিটিন কাইমস। কর্মশালা পরিচালনা করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

কর্মশালায় বলা হয়েছে, ভূ-তাত্ত্বিক গঠনের কারণেই বাংলাদেশ ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বের ২০টি ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে ঢাকা অন্যতম এবং বিশ্বের মধ্যে অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। তার উপর অপরিকল্পিত নগরায়নের ফলে এ ঝুঁকি আরো অনেকখানি বাড়িয়ে দিয়েছে।

রাজধানীর উন্নয়ন ও পরিকল্পনার সঙ্গে অনেকগুলো সংস্থা জড়িত। এক্ষেত্রে বলা যায় প্রায় ৫০টি সংস্থা কাজ করছে। এসবের মধ্যে সমন্বয় দরকার।

ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন কাইমস বলেন, ‘বাংলাদেশে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ে সরাসরি সহায়তা করার জন্য এটিই প্রথম উদ্যোগ। এ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্টদের মধ্যে ভূমিকম্পের প্রস্তুতি, ঝুঁকি এবং করণীয় ইত্যাদি বিষয়ে সচেতন করে তোলা হবে।

(দ্য রিপোর্ট/জেজে/এমসি/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)