প্রেফারেন্স শেয়ার ছাড়বে ইউনিয়ন ক্যাপিটাল
দ্য রিপোর্ট প্রতিবেদক: টায়ার-২ মূলধনী শর্ত পূরণের লক্ষ্যে প্রেফারেন্স শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আর্থিক খাতের ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
টায়ার-২ মূলধনী শর্ত অনুয়ায়ী কোম্পানিটি আরও ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এজন্য পুঁজিবাজারে ৫০ কোটি টাকার নন-কনভারটেবল প্রেফারেন্স শেয়ার ছাড়বে। তবে এজন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর বিষয়টি কার্যকর করা হবে।
এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতির জন্য শিগগিরই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এইচকে/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)