দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে।’ বুধবার ১৮ দলের ডাকা অবরোধের সমর্থনে সুপ্রিমকোর্ট আইনজীবীদের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, ‘জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। আইন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী আপনারা আদালতে এসে দেখে যান বাস্তব চিত্র। আজ দেশের সকল শ্রেণীর মানুষসহ আইনজীবী, বিচারপতি ও আইনসংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ বিরোধী দলের আন্দোলন কর্মসূচির ডাকে সাড়া দিয়েছে। যার ফলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে বিচারকার্য পরিচালনার কাজ থেকে বিরত থাকছেন।’ এতেই প্রমাণিত হয় দেশের জনগণ বিরোধী দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশের বিরাজমান আন্দোলন দমাতে পারবেন না।’

তিনি বলেন, ‘দেশের সাধারণ জনগণ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়।’ গুলি করে মানুষ মেরে আন্দোলনে টিকে থাকতে পারবেন না বলেও প্রধানমন্ত্রীর প্রতি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, সমঝোতার ভিত্তিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে আপনার দলের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এলাকায় গিয়ে তারা জনগণের তোপের মুখে পড়ছে।

তাই অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান এই আইনজীবী।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, বিএনপির নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, সুপ্রিমকোর্ট বারের সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাভোকেট মোঃ মসিউল আলম, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশরাফুজ্জামান, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, শরীফ ইউ আহমেদ, মির্জা আল মাহমুদ, অ্যাডভোকেট মোঃ ফারুক হোসেন, আব্দুল্লা আল বাকীসহ সুপ্রিমকোর্টের আইনজীবীবৃন্দ।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)