তিন কম্পানির শেয়ার কিনবে এসিআই ফরমুলেশন
দ্য রিপোর্ট প্রতিবেদক: ভেষজ ওষুধ উৎপাদন এবং বাজারজাতকারী তিন প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ শেয়ার কিনবে এসিআই ফরমুলেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এসিআই ফরমুলেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোম্পানির পরিচালনা পর্ষদ নিম ল্যাবরেটরিজ (প্রা) লিমিটেড, এলয় অর্গানিকস (প্রা) লিমিটেড এবং গ্রিন বিজনেস অ্যান্ড মার্কেটিং কোম্পানি (বিডি) লিমিটেড এর ৭৫ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য এ তিন কোম্পানির সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সঙ্গে এসিআই ফরমুলেশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
(দ্য রিপোর্ট/এইচকে/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)