দ্য রিপোর্ট প্রতিবেদক : আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে অনির্ধারিত বৈঠক করেছেন নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক। বুধবার দুপুর ২টায় হঠাৎ করে এ বৈঠক শুরু হয়। প্রায় পৌনে এক ঘণ্টা এ অনির্ধারিত বৈঠক শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইসি থেকে বের হন।

বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে করণীয় ও সেনা মোতায়েনের বিষয়ে বৈঠক হওয়ার কথা থাকলে সময় পিছিয়ে তা শুক্রবার নির্ধারণ করা হয়।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী মালামাল পৌঁছাবে। এতে পুলিশ, র‌্যাব ও বিজিবির সহায়তা প্রয়োজন। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ে আগামী বৈঠকের বিষয়ে তারা কথা বলতে কমিশনে আসেন।

বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিব ও র‌্যাবের একজন করে ঊর্ধ্বতন কর্মকতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত বৈঠক হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/এমসি/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)