দ্য রিপোর্ট প্রতিবেদক : বিমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ারের আবেদন অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের ৫০৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রূপালী লাইফ ১ কোটি ২০ লাখ ৮ হাজার ৩০৪টি শেয়ারের বিপরীতে ১:১ অনুপাতে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি) রাইট শেয়ার ছাড়বে। ফেস ভ্যালু ১০ টাকার সঙ্গে ২০ টাকা অধিমূল্যসহ (প্রিমিয়াম) প্রতিটি রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। সে হিসেবে রাইট শেয়ারের মাধ্যমে রূপালী লাইফ ৩৬ কোটি ২ লাখ ৪৯ হাজার ১২০ টাকা সংগ্রহ করবে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস ২০০৬ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর ২সিসি ধারার শর্ত পূরণ করায় এ কোম্পানির রাইট অনুমোদন দেওয়া হয়েছে।

রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি আর্থিক ভীত শক্তিশালী করার পাশাপাশি ২০১০ সালের বিমা আইন অনুযায়ী পরিশোধিত মূলধনী শর্ত পূরণ করবে।

এ কোম্পানির রাইট শেয়ার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/এইচকে/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)