দ্য রিপোর্ট ডেস্ক : অবশেষে ভারতের লোকসভায় পাস হলো লোকপাল বিল। গত পাঁচ দশকে আটবার ব্যর্থ হওয়ার পর বুধবার এই ‘ঐতিহাসিক’ বিল পাস হয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

মঞ্চটা প্রস্তুত হয়েছিল গতকাল মঙ্গলবারেই। আজ (বুধবার) ছিল শুধু অপেক্ষা। গতকাল রাজ্যসভায় সমাজবাদী পার্টির বিরোধিতা সত্ত্বেও বিজেপিসহ অন্যান্য দল কংগ্রেসের উত্থাপিত এ বিলকে সমর্থন জানায়। এর ফলে রাজ্যসভায় বিলটি পাস হয়ে বুধবার লোকসভায় উত্থাপিত হয়। লোকসভায় বিলটি পাসের পর সরকার এ দিনকে এক ‘ঐতিহাসিক’ দিন হিসেবে মন্তব্য করেছে।

গান্ধীবাদী মানবাধিকার কর্মী আন্না হাজারের (৭৬) অব্যাহত আন্দোলন ও কংগ্রেস সরকারের সদিচ্ছায় বিলটি পাস হলো। বিলটি পাস হওয়ার পর হাজারে ও তার সমর্থকরা তা উদযাপন করেছে।

লোকপাল বিল পাসের দাবিতে টানা নয়দিন অনশন করা হাজারে বুধবার দুই স্কুলছাত্রের হাতে এক গ্লাস নারিকেলের পানি খেয়ে অনশন ভাঙ্গেন। মহারাষ্ট্রের রেলেগান সিধি গ্রামে তিনি অনশন পালন করছিলেন।

এর আগে ২০১১ সালে তিনি প্রথম এ দাবিতে অনশন করেন। তারপরই ক্ষমতাসীন কংগ্রেস সরকার দুর্নীতিবিরোধী এ বিলটি পাসে উদ্যোগ নেয়। ঐ বছরই বিলটি রাজ্যসভায় উঠলে রাজনৈতিক দলগুলোর বিরোধিতায় তা বাতিল হয়ে যায়।

লোকপাল বিল পাসের পর কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী এ পদক্ষেপকে স্বাগতম জানান। এর আগে তিনি বিলটি পাস করা তাদের কর্তব্য বলে উল্লেখ করেছিলেন। গত রবিবার আন্না হাজারের দেওয়া চিঠির জবাবে রাহুল বিলটি পাস করানোর প্রতিশ্রুতি দেন। এটি কংগ্রেসের দুর্নীতি নির্মূল কার্যক্রমের একটি অংশ বলেও মন্তব্য করেছেন তিনি।

আগের দিন রাজ্যসভায় সমাজবাদী পার্টি বিলটির বিরোধিতা করলেও বুধবার লোকসভায় ওই দলের সাংসদরা একে সমর্থন জানান।

প্রসঙ্গত, লোকপাল বিলটি পাস হওয়ার ফলে এখন থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তিদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা যাবে। আদালত ও পুলিশ বিভাগ অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ণ তদন্ত কাজ চালাতে পারবে।

(দ্য রিপোর্ট/এসকে/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)