আইনী লড়াইয়ে মোদীর জয়
দ্য রিপোর্ট ডেস্ক : বুধবার আদালত জানিয়েছে নির্বাচন করার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই ললিত মোদীর। রাজস্থান ক্রিকেট সংস্থার সভাপতি প্রার্থী হওয়ার পর জেহাদ ঘোষণা করেছিল ক্রিকেট বোর্ড। শাসিয়ে ছিল নির্বাচনে প্রার্থী হলে তারা দেখে নেবে। নানা ঘটনার পরিক্রমায় বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত। সেখানে আদালত পক্ষ নিয়েছে তার। লন্ডনে থেকেও ললিত মোদী বোর্ডের ঘোষিত যুদ্ধে হার মানেননি৷
সেপ্টেম্বরে ভারতীয় বোর্ড কর্তৃক আজীবন বহিষ্কৃত হওয়া মোদী রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হতে চেয়ে নিজের মনোনয়নপত্র পেশ করে চমক দিয়েছেন৷ সঙ্গে সঙ্গে ভারতীয় বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ললিত মোদী প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাজস্থান ক্রিকেট সংস্থাকে নিষিদ্ধ করা হবে৷ বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছিল। আদালত থেকে মোদীকে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে।
মোদীর হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার আইনজীবী মেহমুদ আবদি৷ বৃহস্পতিবার নির্বাচনে আবদি আবার ভাইস প্রেসিডেন্ট হিসেবেও মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ বোর্ড সচিব সঞ্জয় প্যাটেল ইতিমধ্যেই রাজস্থান ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট সি পি জোশীকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, মোদী যদি কোনভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন তা হলে রাজস্থান ক্রিকেট সংস্থাকে বোর্ড থেকে বহিষ্কার করা হবে৷
প্যাটেল চিঠিতে লিখেছেন, ‘যাকে বোর্ড থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে, তাকে কোনভাবে ফেরানো যায় না৷ বোর্ড রাজস্থান ক্রিকেট সংস্থাকে মনে করিয়ে দিতে চায়, এই বিষয়ে ভারতীয় বোর্ডের শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।’ এখন পর্যন্ত যা পরিস্থিতি, কোনরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন মোদী৷ কারণ এখন পর্যন্ত আর কেউ প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেননি৷ মোদী শিবির আবার দাবি করছে, ৩৩টি ভোটের মধ্যে ২৪টি ভোট পকেটে আছে৷
(দ্য রিপোর্ট/এএস/সিজি/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)