কাদের মোল্লার ফাঁসি
পাকিস্তানের ভূমিকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
দ্য রিপোর্ট প্রতিবেদক : কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে পাকিস্তানের জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব আনায় সংসদ সদস্যদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সংসদের মিডিয়া সেন্টারে বুধবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানান। এসময় সংসদের হুইপ আ স ম ফিরোজও উপস্থিত ছিলেন।
আব্দুস শহীদ বলেন, ‘পাকিস্তানের জাতীয় পরিষদে এ ধরনের নিন্দা প্রস্তাব অন্য একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের শামিল। এ ধরনের কার্যক্রম অসাংবিধানিক, অনৈতিক এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’
তিনি বলেন, ‘যেহেতু দশম জাতীয় সংসদ নির্বাচন চলমান।এ মুহূর্তে অধিবেশন ডাকা সম্ভব নয়। তাই সকল সংসদ সদস্যের পক্ষ থেকে আমি চিফ হুইপ হিসেবে এ প্রতিবাদ জানাচ্ছি।’
চিফ হুইপ বলেন, ‘বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার আইনি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। সকল আইনি প্রক্রিয়া শেষ করেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচারও আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হবে এবং যে রায় আসবে তা কার্যকর করা হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের নাক গলানোর কোনো অধিকার নেই।’
এ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ পাঠানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘স্পিকারের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘পাকিস্তান জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাবের মাধ্যমে তারা ১৯৭১ সালের মতো আবারও একটি জঘন্য অপরাধ করেছে। যা ক্ষমার অযোগ্য। এতেই প্রমাণিত হয় পাকিস্তান বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষে।’
(দ্য রিপোর্ট/এইচআর/এপি/এমএআর/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)