সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সিলেটে বৃহস্পতিবার হরতাল
সিলেট অফিস : সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে সচেতন সিলেটবাসী নামের সংগঠনটি।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বাতিল ও পূর্বের পদ্ধতিতে পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে এ হরতাল আহ্বান করা হয়।
সচেতন সিলেটবাসীর আহ্বায়ক ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালন করা হবে।’
তিনি বলেন, ‘হরতাল পালন শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/এনডিএস/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)