পাবনা সংবাদদাতা : জেলার ঈশ্বরদীতে ফারুক ইব্রাহিম তারেক (২৬) নামের এক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে ছাত্র শিবিরের কর্মীরা। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তারেক ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও ঈশ্বরদীর নওদাপাড়া গ্রামের হায়দার আলী সরদারের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ দ্য রিপোর্টকে জানান, এ ঘটনায় আহত তারেকের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল সরদার দ্য রিপোর্টকে জানান, দুপুরে ছাত্রলীগ নেতা তারেক শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে চড়ে পাবনা যাচ্ছিলেন। এ সময় দাশুড়িয়ায় উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথার বাড়ির সামনে ছাত্রশিবির কর্মীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

আহতাবস্থায় স্থানীয়রা তারেককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এনডিএস/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)