বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ১১ মিয়ানমার (রোহিঙ্গা) নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে।

এ বিষয়ে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) জানান, সকালে অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তে ১১ রোহিঙ্গাকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটকদের খাবার ও চিকিৎসা সেবা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, চলতি মাসে ৮৩ জন অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটকের পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/জেআর/এমএইচও/এপি/ডিসেম্বর ১৮, ২০১৩)