কক্সবাজারে এমপির প্রচারণার গাড়িতে আগুন
কক্সবাজার সংবাদদাতা : জেলার উখিয়ায় আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান বদি এমপির নির্বাচনী প্রচারণার একটি ট্যাক্সিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
উখিয়া উপজেলার থাইংখালী স্টেশনে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির দ্য রিপোর্টকে জানান, নির্বাচনী প্রচারণায় একটি সিএনজি ট্যাক্সি স্টেশনে পৌঁছালে দুর্বৃত্তরা মাইক ভাঙচুরসহ ট্যাক্সিতে আগুন দেয়। এতে ট্যাক্সিটি আংশিক পুড়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঘটনার কিছুক্ষণ আগে আবদুর রহমান বদি এমপি নিজেই সেখানে উপস্থিত ছিলেন। গণসংযোগ করে তিনি ঘটনাস্থল ত্যাগের পর দুর্বৃত্তরা ট্যাক্সিতে অগ্নিসংযোগ করে।
(দ্য রিপোর্ট/এসএএম/এমএইচও/এমএআর/ডিসেম্বর ১৮, ২০১৩)