শেখ সেলিমের হুঁশিয়ারি
গোপালগঞ্জ সংবাদদাতা : বেশি বাড়াবাড়ি করলে পাকিস্তানীদের এদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। মানবতাবিরোধী কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তান সংসদে নিন্দা প্রস্তাব আনায় তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-২ আসনের সদর উপজেলার কাজুলিয়া বাজার মাঠে বুধবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পাকিস্তানের স্বীকারোক্তি অনুযায়ী ৭১-এ কাদের মোল্লা তাদের সঙ্গে ছিল। পাকিস্তানের মনে রাখা উচিৎ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তারা নাকে খত দিয়ে বেঁচেছিল।
কাজুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু দাউদ মোল্লার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, গোপালগঞ্জ পৌর মেয়র রেজাউল হক সিকদার (রাজু), শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম হাসান কবির সানু, জেলা যুবলীগের জিএম সিহাবউদ্দিন আজম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া শেখ ফজলুল করিম সেলিম কাঠি ও মাঝিগাতি দুটি পথসভায় বক্তব্য রাখেন।
(দ্য রিপোর্ট/এসবিএম/এমএইচও/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)