গ্রীণরোডে ককটেল বিস্ফোরণে আহত ৪
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গ্রীণরোডের কমফোর্ট হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে স্প্লিন্টারের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- রিকশাচালক রবিউল ইসলাম (৩৫) ও দাউদ খান (৪০) এবং রিকশা আরোহী আবেদুর রহমান হাবিব (৪৫), মো. খোকন (৩২) ও মো. রুবেল (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে আবেদুর রহমান হাবিবের অবস্থা আশঙ্কাজনক।
কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রিকশাচালক রবিউল ইসলাম দ্য রিপোর্টকে জানান, দুইজন আরোহীকে নিয়ে শমরিতা হাসপাতাল থেকে নিউমার্কেটে যাচ্ছিলেন। গ্রীণরোডের কমফোর্ট হাসপাতালের সামনে আসলে দুর্বৃত্তরা ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীণরোডের কমফোর্ট হাসপাতালের সামনে দুর্বৃত্তরা রাত সাড়ে ৮টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দৌঁড়ে পালিয়ে যায়।
(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এমএআর/ডিসেম্বর ১৮, ২০১৩)