বিজয় দিবসে সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করেছে সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ওইদিন সকালে একটি বর্ণাঢ্য র্যালি দয়াগঞ্জস্থ প্রধান ক্যাম্পাস থেকে শুরু করে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। র্যালির শুরুতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌছে দিতে সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তোলার প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
কলেজের অধ্যক্ষ এমএস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন পরিচালনা পরিষদের সদস্য এসএম মিজানুর রহমান, আবুল খায়ের সরকার, রাজিয়া সুলতানা লিপি, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান, নবুয়ত আলী প্রমূখ।
উল্লেখ্য, রাজধানীর সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অপর ৩টি শাখা কেরানীগঞ্জ, চিটাগাং রোড, কামরাঙ্গীর চরের ক্যাস্পাসেও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এএস/ডিসেম্বর ১৮, ২০১৩)