দিরিপোর্ট২৪ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর ছোট আকারে সুনামির খবর পাওয়া গেছে। খবর এনডিটিভি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, টোকিওর সময় শনিবার রাত ২টা ১০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ফুকুশিমা থেকে ২৯০ কিলোমিটার দূরে আঘাত হানে ভূমিকম্পটি এবং ৪৮০ কিলোমিটার দূরবর্তী টোকিওতেও তা অনুভূত হয।

শক্তিশালী এ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বড় ধরনের কোনো সুনামির আশঙ্কা নাকচ করে দিলেও উপকূলীয় অঞ্চল থেকে নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দেয় জাপানের জাতীয় আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তর।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ভূমিকম্পের পরপরই ধ্বংসপ্রাপ্ত ফুকুশিমা পরমাণু চুল্লি ও এর আশপাশের এলাকায় ৩২ সেন্টিমিটার (১ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস (সুনামি) আঘাত হানে।

এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

(দিরিপোর্ট২৪/জেএম/অক্টোবর ২৬, ২০১৩)