মিরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
দ্য রিপোর্ট প্রতিবেদক : মিরপুরের পূর্ব মণিপুরে বৃহস্পতিবার ভোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী শিবলিকে আটক করেছে। ভোর সোয়া ৫টার দিকে শার্মিন মোস্তফা পলি (২৯) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।
মিরপুর থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, ভোর সাড়ে ৪টার সময় মৃতের স্বামী মোরশেদ-ই আলম শিবলী এবং তার বাবা নাজিমুদ্দিন সরকার তাকে আহত অবস্থায় মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা লাশ বাসায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
তিনি জানান, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী শিবলিকে আটক করা হয়েছে।
মৃত পলির বাবা মোস্তফা কামাল বলেন, ‘৩ বছর আগে শিবলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। গত দুই বছর ধরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। মাঝেমধ্যে আমার মেয়েকে মারধরও করত।’
পলিকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
(দ্য রিপোর্ট/এস/এমসি/শাহ/এমডি/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)