দ্য রিপোর্ট : দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

এনইসি সম্মেলন কেন্দ্রে দুপুর ৩টা থেকে এ বৈঠক শুরু হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইতোমধ্যে কমিশন থেকে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ৫৯ জেলা রিটার্নিং অফিসার, জেলা পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল অফিসার, পুলিশ কমিশনার, বিজিবির ডিজি, র‌্যাবের ডিজি, আনসার ভিডিপির ডিজিসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/শাহ/এনডিএস/ডিসেম্বর ১৯,২০১৩)