কবির ও দীপঙ্কর হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন
সিলেট অফিস : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেধাবী ছাত্র দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবির হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ বৃহস্পতিবার দুপুর ১টায় জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সাত আসামি এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি পলাতক রয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সিলেট সদর উপজেলার গুলজার মাঝি, ছইল মিয়া, শাহিন, লাল মিয়া, ছাইম উদ্দিন, জামাল আহমদ, আবদুর রকিব, মোহাম্মদ আবদুল্লাহ ও সেলিম মিয়া।
২০১১ সালের ১২ ডিসেম্বর সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নদীতে নৌকা ভ্রমনে গেলে তাদের ওপর হামলা চালায় স্থানীয় বখাটেরা। এ সময় বাধা দিলে অনিক ও খায়রুলকে নদীতে ফেলে দিলে তারা পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করলে পুলিশ নয়জনকে অভিযুক্ত করে আদলতে চার্জশিট দেয়। আদালত ৪৪ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
রায়ের প্রতিক্রিয়ায় নিহত অনিকের বাবা দীপক ঘোষ জানান, আমরা চেয়েছিলাম ঘাতকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। উচ্চ আদালতে আপিল করে আসামিদের মৃত্যুদণ্ড চাইব।
(দ্য রিপোর্ট/এমসি/এফএস/শাহ/এমডি/ডিসেম্বর ১৯, ২০১৩)