বাগেরহাটে ঘের ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জের একটি ধানক্ষেত থেকে রিয়াদ কাজী (৩০) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রিয়াজ কাজী ঝালকাঠি জেলার রাজাপুর থানার তারাবুনিয়া গ্রামের শহীদ কাজীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত রিয়াদ কাজী মোরেলগঞ্জ উপজেলার নিসানবড়িয়া ইউনিয়নের আমড়াবুনিয়া গ্রামে ২০০ বিঘার এটি ঘের করতেন। বৃহস্পতিবার সকালে ঘেরের পাশের হাসেম তালুকদারের ধানক্ষেতে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ঘেরসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার নাম জানাতে পারেননি তিনি।
(দ্য রিপোর্ট/এএস/শাহ/এএস/ডিসেম্বর ১৯, ২০১৩)