‘বাংলাদেশের কাছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তান যে ধৃষ্টতা দেখিয়েছে, তার জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল। জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি পাকিস্তানকে উদ্দেশ করে বলেন, ‘যে রাষ্ট্র নিজেদের আকাশসীমা নিয়ন্ত্রণ করতে পারে না, অর্ধেক রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না, নিজেদের ইচ্ছা অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না- সেই পাকিস্তানের নসিয়ত শোনার জন্য বাংলাদেশ বসে নেই।’
তিনি ইউরোপের কূটনৈতিকদের উদ্দেশ করে বলেন, ‘ইউরোপের রাষ্ট্রদূতরা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাননি।’
মানববন্ধনে অন্য বক্তারা বলেছেন, পাকিস্তান যদি বাংলাদেশের কাছে ক্ষমা না চায়, তবে ২৪ ঘণ্টার মধ্যে তাদের দূতাবাস বন্ধ করে চলে যেতে হবে। এই দেশে পাকিস্তানের যারা কর্মরত রয়েছেন, তাদের বহিষ্কার করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, ওমর ফারুক, সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
(দি রিপোর্ট/এমএম/এমসি/এমডি/শাহ/ডিসেম্বর ১৯, ২০১৩)