দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) ৮৫ আসনে অংশ নেবে বলে দাবি করেছেন দলীয় নেতারা।

দশম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা দাবি করেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে যাবে। আমাদের দল ৮৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

তিনি বলেন, ‘পিতার (হুসেইন মুহম্মদ এরশাদ) অবর্তমানে মাতার (রওশন এরশাদ) নির্দেশে আমরা মাঠে আছি।’

গুলশানে এরশাদের বাসভবনের নিচে বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে অপেক্ষমান সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি।

লিয়াকত হোসেন খোকা আরও দাবি করেন, ‘জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও আমাদের সঙ্গে আছেন। তিনি যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই তাকে নিয়ে সংশয় থাকার কথা নয়।’

এ সময় সিলেট-৫ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জাপার যুগ্ম মহাসচিব মুহম্মদ সেলিম উদ্দিন দাবি করেন, ‘আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। তার নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ আছি। দলের মহাসচিবও আমাদের সঙ্গে রয়েছেন।’

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/লতিফ/ডিসেম্বর ১৯,২১০৩)