জাবিতে ইমরান খানের কুশপুত্তলিকা দাহ
জাবি প্রতিনিধি : যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি ইস্যুতে পাকিস্তানের পার্লামেন্টে ‘নিন্দা প্রস্তাব’ গ্রহণের প্রতিবাদে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মিছিল শেষে পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের নেতা ও সাবেক ক্রিকেটার ইমরান খানের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বে একটি মিছিল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনারের পাশ দিয়ে ডেইরী ফার্ম গেটে এসে শেষ হয়। মিছিলে অংশ নেয়া শতাধিক ছাত্রলীগ কর্মী পাকিস্তান ও ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
এ সম্পর্কে ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি দ্য রিপোর্টকে বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তানের হস্তক্ষেপ কোনো মতেই মেনে নেয়া যায় না । আমরা এর তীব্র নিন্দা জানাই।’
ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম বিপুল বলেন, ‘যুদ্ধাপরাধীর পক্ষে পাকিস্তানের এই আচরণ অত্যন্ত নিন্দাজনক। তার প্রতিবাদে আমাদের এ বিক্ষোভ।’
(দ্য রিপোর্ট/এএস/এইচএস/এমডি/রাসেল/ডিসেম্বর ১৯, ২০১৩)