সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে
দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনভর উত্থান পতন শেষে দেশের উভয় পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে। তবে আগের দিনের চেয়ে এদিন টাকার অংকে লেনদেন কমেছে।
দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ১১ লাখ ৩৬ হাজার টাকা।
বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪৮২৬ পয়েন্টে অবস্থান করে। এদিন ডিএসইতে লেনদেন হয় ৪৮২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার টাকা। অর্থাৎ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক বৃহস্পতিবার দিনশেষে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫২ লাখ টাকা। বুধবার সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ সিএসইতে বৃহস্পতিবার লেনদেন কমেছে ৬ কোটি ৬১ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ১৯, ২০১৩)