চট্টগ্রামে আহত যুবলীগকর্মীর মৃত্যু
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়ায় শিবিরের হামলায় আহত যুবলীগকর্মী আবদুল জব্বার মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাতকানিয়া থানার ওসি আবদুল লতিফ জানান, গত ১০ ডিসেম্বর রাতে মাদারবাড়ীতে আবদুল জব্বারের ওপর হামলা করে জামায়াত-শিবির। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হলিক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. হাসান খায়ের জানান, আশঙ্কাজনক অবস্থায় আবদুল জব্বারকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।
ডা. হাসান খায়ের আরও জানান, আঘাতে জব্বারের মাথায় প্রচণ্ড জখমে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এ ছাড়া সারা শরীরে আঘাতের কারণে তার কিডনিও বিকল হয়ে যায়।
নিহত যুবলীগকর্মী আবদুল জব্বার সাতকানিয়া থানার মাদারবাড়ী এলাকার মো. লাল মিয়ার ছেলে।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এএস/রাসেল/ডিসেম্বর ১৯, ২০১৩)