দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতার জন্য আলোচনা হতে পারে, তবে আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

ইনু বলেন, ‘সংবিধান সমুন্নত রেখে বিরোধী দলের সঙ্গে এখনো আলোচনার মাধ্যমে সমঝোতার সুযোগ আছে। তবে আগামী নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ নেই। আলোচনা হবে ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতার জন্য। এ সমঝোতার জন্য সরকার এক পায়ে খাড়া।’ দুই দলের মহাসচিব পর্যায়ের আলোচনা স্থগিত রয়েছে বলেও জানান তিনি।

‘সংক্ষিপ্ত সময়ের জন্য নির্বাচন হয় না। আগামী নির্বাচন হবে পাঁচ বছরের জন্য। ২০১৯ সাল পর্যন্ত ওই নির্বাচিত সরকার থাকবে’ বলেন তিনি।

৫ জানুয়ারির নির্বাচন ক্ষমতা কুক্ষিগত করার নির্বাচন নয় দাবি করে জাসদ সভাপতি বলেন, ‘সংবিধান সমুন্নত রাখতেই এ নির্বাচন করা হচ্ছে।’

ইনু বলেন, ‘বিএনপি-জামায়াত উদ্দেশ্যমূলকভাবে সাংবিধানিক প্রক্রিয়া বানচালের জন্য সংলাপ এড়িয়ে নাশকতার পথ বেছে নিয়েছে। সবাইকে নিয়ে নির্বাচনের কথা বলে নির্দলীয় সরকারের প্রস্তাব দিলেও, তা নিষ্পত্তি করার সময় নষ্ট করেছে। হরতাল-অবরোধ দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। যাতে দেশ সংবিধানের বাইরে চলে যায়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘তারা নির্দলীয় সরকারের কথা বললেও এ বিষয়ে বাস্তবসম্মত কোনো ফর্মূলা দিতে পারেননি। তাদের গোপন উদ্দেশ্য হচ্ছে সংবিধান ধ্বংস করে দেয়া। এটা আমরা সফল হতে দিতে পারি না।’

বর্তমান সরকার সর্বদলীয় না হলেও বহুদলীয় দাবি করে মন্ত্রী বলেন, ‘সরকারের সামনে সংবিধান সমুন্নত রাখা হচ্ছে এক নম্বর ফরজ কাজ, দুই নম্বর ফরজ কাজ হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা।’

গত আড়াই বছরে বিএনপি-জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডের দিকে নির্বাচন নিয়ে চিন্তা করা বিদেশি বন্ধুদের নজর দেয়ার আহ্বান জানান নির্বাচনকালীন সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এ মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জয় লাভ করলে ভোটাধিকার ক্ষুণ্ন হবে, আইনে এমন কিছু নেই।’

জাতীয় পার্টির বিষয়ে মন্ত্রী বলেন, ‘একটি নিবন্ধিত দল। তারা নির্বাচনে আসার ঘোষণা দিয়েছে, আবার নির্বাচন থেকে সরে যাওয়ার কথা বলছে। তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশ নিতে কাজ শুরু করেছেন। সর্বশেষ তাদের অবস্থান আমাদের জানা নেই।’

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আটক নাকি মুক্ত জানতে চাইলে ইনু বলেন, ‘এরশাদ সাহেব নিজেই বলেছেন তিনি মুক্ত আছেন। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। যতটুকু অসুস্থতা নিয়ে হাসপাতালে গিয়েছেন, তার চেয়ে এখন বেশি সুস্থ আছেন।’

আগামী নির্বাচন নিয়ে সরকার কোনো বিবৃতি দেবে কিনা- জানতে চাইলে ইনু বলেন, ‘নির্বাচন নিয়ে সরকার কোনো বিবৃতি দেবে না। নির্বাচন নিয়ে বক্তব্য দেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/রাসেল/ডিসেম্বর ১৯,২১০৩)