দ্য রিপোর্ট প্রতিবেদক : শেখ হাসিনাকে হুঁশিয়ার করে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেছেন, ‘সেদিন বেশি দূরে নেই, যেদিন আমরা বেগম জিয়ার নেতৃত্বে আবারও মাঠে নামব।’ জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘ফ্যাসিবাদী ও বর্তমান বাংলাদেশ’ র্শীষক এক আলোচনাসভায় বৃহস্পতিবার এ কথা বলেন তিনি। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ আলোচনাসভার আয়োজন করে।

রুহুল আমিন গাজী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে হত্যা এবং গুম ছাড়া আর কিছুই নেই। কিন্তু যেদিন আমরা বেগম জিয়ার নেতৃত্বে মাঠে নামব সেদিন আর বোমা-টিয়ারশেল ব্যবহার করা হবে না। সেদিন আর এ হত্যা এবং গুমের রাজনীতি থাকবে না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার তার দলীয় নেতাদের বিরুদ্ধের সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু বিরোধী দলের মামলা প্রত্যাহারতো দূরের কথা, বরং আরও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালাচ্ছে।’

তিনি কাদের মোল্লার ফাঁসির কথা উল্লেখ করে বলেন, ‘জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত কাদের মোল্লার ফাঁসির ঘটনায় নিন্দা প্রকাশ করেছে। কিন্তু শেখ হাসিনা এর কিছুই মানতে চান না। তিনি মনে করেন, তিনি যা করেন তাই ঠিক।’

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য সচিব জাহিদ হোসেন, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, কবি আব্দুল হাই সিকদার প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এনডিএস/রাসেল/ডিসেম্বর ১৯,২০১৩)